যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছার লাউজনি লেভেলক্রসিংয়ে বাংলাদেশ রেলওয়ের নির্মিত সরু রোড ডিভাইডারের কারণে প্রতিনিয়ত যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে।
সোমবার (৯ জানুয়ারি) পুলিশি উদ্যোগে রিফল্যাক্টিং স্টিকারের ব্যবস্থা করা হয়েছে।
গত ডিসেম্বর মাসেই লাউজানি লেভেলক্রসিংয়ে সাতটি মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। আর নতুন বছরে এক সপ্তাহে ঘটেছে দুটি মারাত্মক ট্রাক দুর্ঘটনা। প্রতিনিয়ত দুর্ঘটনার ফলে জানমালের ব্যাপক ক্ষতি হচ্ছে।
রবিবার (৮ জানুয়ারি) রাত ১টায় ঘন কুয়াশার কারণে একটি কাভার্ড ভ্যান ডিভাইডারে ধাক্কা খেয়ে রাস্তায় উল্টে গেছে।
এদিকে একই স্থানে দুর্ঘটনা ঘটার কারণে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্তের উদ্যোগে আজ সোমবার ডিভাইডারে রিফল্যাক্টিং স্টিকার লাগানো হয়েছে।
এ সময় সেখানে উপস্থিত নাভারণ সার্কেল এএসপি নিশাত আল নাহিয়ান বলেন, ‘আমরা ডিভাইডারে স্টিকার লাগিয়ে চালকদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি।’ এ ব্যাপারে আরো পদক্ষেপ গ্রহণ করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবেন বলে তিনি জানান।
জাগো/আরএইচএম

