স্টাফ রিপোর্টার, যশোর:
যশোরে কম্বল বিতরণ অব্যাহত রেখেছেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, যুবলীগ নেতা ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল।
সোমবার (৯ জানুয়ারি) বিকালে শহরের ৩নং ওয়ার্ডে নওয়াপাড়া রোডে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে ২০০ শীতার্তকে কম্বল দেন তিনি।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় গত ৪ জানুয়ারি থেকে আনোয়ার হোসেন বিপুল অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণের কর্মসূচি শুরু করেন। সেই ধারাবাহিকতা অব্যাবহত রেখেছেন তিনি।
ছাত্রলীগের শহর শাখা সদস্য তছিকুর রহমান রাসেলের পরিচালনায় কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাবের হোসেন জাহিদ, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল করিম রহমান, মাহবুব আলম বিদ্যুৎ, সাবেক পরিবেশ ও বন বিষয়ক সম্পাদক সুমন অধিকারী, সাবেক উপ-দফতর সম্পাদক সাইফুল ইসলাম বনি, যশোর হোমিওপ্যাথিক কলেজের ভিপি ওসমানুজ্জামান সাকিব, জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী রায়হান মৌমন, জেলা চালকলীগের সাবেক সাধারণ সম্পাদক কুবাদ হোসেন, জেলা ইঞ্জিনিয়ারিং সমিতির সভাপতি শামসুল আলম স্বপন, যুবলীগ নেতা রায়হান চৌধুরী, সাব্বির হোসেন, আরিফ হোসেন, রাসেল হোসেন, সুজন হোসেন, ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম, শামীম আহমেদ, সাকিবুজ্জামান সাকিব প্রমুখ।
জাগো/আরএইচএম

