নিজস্ব প্রতিবেদক
যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সোমবার নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ ফুল, ডায়েরী, পেনসিল বক্স, ক্যালেন্ডার দিয়ে ৩১০ জন নতুন ছাত্রীকে বরণ করে নেয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। তিনি স্কুলের একাডেমিক ক্যালেন্ডার,ডায়রির মোড়ক উন্মোচন করেন। এরপর ছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, পাস করে জিপিএ-৫ পেলে হবে না। প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে লক্ষ্য স্মাট দেশে পরিণত করা। সেই লক্ষ পুরণে নেতৃত্ব দিতে হবে।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবিএম ফখরুদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হুসাইন শওকত, জেলা শিক্ষা অফিসার একেএম গোলাম আযম।
এসময় উপস্থিত ছিলেন জিলা স্কুলে প্রধান শিক্ষক শোয়াইব হোসেন, নব কিশোলয়ের অধ্যক্ষ লায়লা শিরিন সুলতানা সহ শিক্ষক,অভিভাবকবৃন্দ। পরিচালনা করেন সিনিয়র শিক্ষক আহসান হাবীব পারভেজ ও শিরিনা খাতুন।
আলোচনা সভা শুরুর পূর্বে সাংস্কৃতিক সঅনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ছাত্রীরা নেচে,গেয়ে আনন্দে মেতে উঠে।
জাগো/আরএইচএম

