কুমিল্লা নগরীর শাসনগাছা থেকে দুই যুবককে আটকের পর বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৮ জানুয়ারি) রাতে তাদের আটক করা হয়।
জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি রাজেশ বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার দুপুরে দুজনকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লা আদর্শ সদর উপজেলার শিমপুর গ্রামের আলী হাসান রিয়াদ (২৯) এবং চান্দিনা উপজেলার পরচঙ্গা গ্রামের শামীম হোসেন (২৮)।
ওসি রাজেশ বড়ুয়া বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে শাসনগাছা মীম হাসপাতালের সামনে থেকে প্রথমে আলী হাসান রিয়াদকে আটক করা হয়। তার দেওয়া তথ্যমতে, তার সহযোগী শামীমকেও একই এলাকা থেকে আটক করে পুলিশ। পরে শামীমের বাড়িতে রাখা একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও আটটি গুলি উদ্ধার করা হয়।”
জাগো/আরএইচএম

