ঠিকাদারের কাছে লাখ টাকা চাঁদা দাবি, ছাত্রলীগনেতা গ্রেফতার

আরো পড়ুন

রাজশাহীর পুঠিয়ায় চাঁদাবাজির অভিযোগে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বিটিসিএল ঠিকাদারের কাছে এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

শনিবার (৭ জানুয়ারি) রাতে পুঠিয়া থানা পুলিশের একটি দল ওই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করে।

রবিবার (৮ জানুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাওয়ার্দী হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার যুবকের নাম রাসেল খান (২৫)। তিনি পুঠিয়া পৌর সদরের কাঠালবাড়িয়া এলাকার লিটন আলীর ছেলে। পুঠিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন তিনি।

মামলা সূত্রে জানা যায়, প্রত্যন্ত অঞ্চলের মানুষের সুবিধার জন্য টেলিফোন লাইন বসাতে বিটিসিএলের ঠিকাদার পুঠিয়ার গণ্ডগোহালী গ্রামে কাজ করছে। শনিবার সেখানে গিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান খন্দকার গ্রুপের ম্যানেজার সোহেল রানার কাছে রাসেলের নেতৃত্বে ৮/১০ জন যুবক এক লাখ টাকা চাঁদা দাবি করে।

এসময় সোহেল রানা দাবি পূরণে অস্বীকার করলে তাকে লাঠি দিয়ে মারধর করা হয়। এসময় কর্মরত শ্রমিকরা এগিয়ে আসলে তাদেরকেও মারধর করা হয়। এতে শাহীন, জানুবক্সসহ কয়েকজন শ্রমিক বেশ আহত হন। এ ঘটনায় সোহেল রানা থানায় একটি মামলা করেন।

ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, চাঁদাবাজির অভিযোগের প্রেক্ষিতে পুঠিয়া থানা পুলিশ শনিবার রাসেল খানকে গ্রেফতার করে। রবিবার দুপুরের দিকে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ