পটুয়াখালীর দুমকীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক তরুণী।
গতকাল শনিবার বিকেলে ওই তরুণী উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব জলিশা গ্রামের রিয়াজুল ইসলাম রাব্বির (২৬) বাড়িতে এসে অবস্থান নেন।
রবিবার (৮ জানুয়ারি) ওই তরুণীর দাবি করেন, প্রায় ৫ বছর আগে রাব্বির সঙ্গে তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি মেসেঞ্জার গ্রুপে পরিচয় হয়। এক পর্যায়ে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। পরে রাব্বি বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার বিভিন্ন স্থানে নিয়ে অবৈধ সম্পর্কে লিপ্ত হন। বিষয়টি জানাজানি হলে কিছুদিন আগে দুই পরিবারের মধ্যে বাড়ি ঘর দেখা দেখিও হয়। পরে মায়ের নাকি আমাকে পচ্ছন্দ হয়নি জানিয়ে রাব্বি আমার সঙ্গে সম্পর্ক রাখতে অস্বীকার করেন। একই সঙ্গে তিনি আমার সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন। কোনো উপায় না পেয়ে আমি রাব্বির গ্রামের বাড়িতে শনিবার বিকেল থেকে বিয়ের দাবিতে অবস্থান করছি। রাব্বি ঢাকায় রয়েছেন।
তিনি আরো বলেন, রাব্বি আমাকে বিয়ে না করা পর্যন্ত আমি এখানেই থাকবো।
রাব্বির মা তাসলিমা বেগম বলেন, ওই মেয়ের সঙ্গে আমার ছেলের সম্পর্ক ছিলো। কিন্তু এখন ছেলে জানিয়েছেন ওই মেয়ের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। ছেলে যদি মেনে না নেয় তাহলে আমি কি করবো।
এ বিষয়ে জানতে রাব্বির ফোনে একাধিক বার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেনি।
আঙ্গারিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি মেম্বার কামাল ফরাজি জানান, বিষয়টি ইউএনও স্যার, দুমকি থানা পুলিশকে জানিয়েছি। আগামীকাল সোমবার দুই পক্ষকে নিয়ে বসার কথা আছে। সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সালাম বলেন, বিষয়টি শুনেছি। ছেলে ও মেয়ের পরিবার ও স্থানীয় লোকজন বসে মিমাংসা করলেই বিষয়টি ভালো হবে। তারপরও যদি ওই মেয়ে কোনো লিখিত অভিযোগ দেয় তবে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জাগো/আরএইচএম

