খুলনায় সাত ইউনিটের চেষ্টায় ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে

আরো পড়ুন

খুলনার আড়ংঘাটায় পাটের ঝুট গুদামে লাগা আগুন সাত ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।

শনিবার (৭ জানুয়ারী) বেলা ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ার সার্ভিস।

বিষয়টি জানিয়ে ফায়ার সার্ভিস খুলনা বিভাগীয় কার্যালয়ের উপসহকারী পরিচালক তানহারুল ইসলাম বলেন, ‘গোডাউনে পাটের ঝুট বেশি থাকায় আগুন নিয়ন্ত্রণে আসতে সময় লেগেছে, তবে এখন আগুন নিয়ন্ত্রণে এসেছে।

তিনি বলেন, বেলা সাড়ে ১২টার দিকে আমরা আগুন লাগার খবর পাই। পরে শহরের বিভিন্ন স্টেশন থেকে ৭টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ করে।

কী কারণে আগুন লেগেছে তা জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

তিনি বলেন, তদন্তের পর জানা যাবে কী কারণে আগুন লেগেছে ও তাতে কী পরিমাণ ক্ষতি হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ