বগুড়া সদরে রেললাইনে বসে মোবাইল দেখতে দেখতে ট্রেনে কাটা পড়েছে অঙ্গাত এক যুবক।
বুধবার (৪ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।
জানা যায়, লালমনিরহাটগামী পদ্মরাগ ট্রেন সকাল ৮টার দিকে বগুড়া স্টেশন ছেড়ে যায়। পরে শোনা যায়, সদর উপজেলার শহরদীঘি রেললাইনে এক যুবক কাটা পড়েছে। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে। এ সময় তার কাছে ভাঙা মোবাইল, মানিব্যাগ ও হেডফোন পাওয়া যায়।
বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আমিনুল ইসলাম বলেন, খোঁজ নিয়ে জানা গেছে, ওই যুবক হেডফোন লাগিয়ে রেললাইনে বসেছিল। এজন্য ট্রেন আসার বিষয়টি বুঝতে পারেনি। তার পরিচয় পাওয়া যায়নি। তবে পরিচয় জানার জন্য তার হাতের ছাপ সংগ্রহ করে রেখেছে পিবিআই।
তিনি আরো বলেন, লাশের সাথে থাকা নম্বরে যোগাযোগ করা হয়েছে।
জাগো/আরএইচএম

