ভুয়া ডাক্তার গ্রেফতার

আরো পড়ুন

চিকিৎসক না হয়েও মানবদেহের হাড়ভাঙা, শরীরের বিভিন্ন স্থানে ব্যথা, জরায়ু ক্যানসার ও স্ত্রীরোগ, গ্যাস্ট্রিক-আলসার, স্বাস্থ্যহীনতা, যৌন দুর্বলতাসহ নানা জটিল রোগের চিকিৎসার নামে সাধারণ মানুষকে প্রতারিত করে অর্থ আত্মসাৎ করে আসছিল সে। এতে রোগীরা রোগমুক্ত না হয়ে আরো অসুস্থ হয়ে জটিল রোগে আক্রান্ত হতেন। অবশেষে নাটোর শহরের চর তেবাড়িয়া গ্রামে র‌্যাবের অভিযানে গ্রেফতার হয়েছে চিকিৎসার নামে প্রতারণা করা আব্দুস সাত্তার ফকির (৫০) নামে ওই ভুয়া ডাক্তার।

গ্রেফতার আব্দুস সাত্তার নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের চর তেবাড়িয়া এলাকার আব্দুস সামাদ ফকিরের ছেলে।

নাটোর র‌্যাব অফিসের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, বড়াইগ্রাম উপজেলার পাড়বোর্নী এলাকার ম্যানুয়েল রোজারিওর ছেলে ভুক্তভোগী উত্তম রোজারিও (৬০) অভিযোগ করেন, তিনি ওই প্রতারকের কাছ থেকে কোমরের চিকিৎসা নেন। কিন্তু ভুল চিকিৎসার কারণে ভুক্তভোগীর বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে ওই প্রতারককে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে সদর থানায় প্রতারণা মামলা করেছেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ