যৌতুক না পেয়ে যশোরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা!

আরো পড়ুন

যশোরের বাঘারপাড়ায় স্বামীর নির্যাতনে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। তার নাম ইভা খাতুন (২২)।

স্বজনদের অভিযোগ, পালসার ব্যান্ডের মোটরসাইকেল কেনার জন্য দেড় লাখ টাকা যৌতুক না পেয়ে স্বামী ক্ষুব্ধ হয়ে হত্যা করেছে। ইভা বাঘারপাড়া উপজেলার দরাজহাট ইউনিয়নের সৈয়দ মাহমুদপুর গ্রামের রায়হান হোসেনের স্ত্রী ও সদরের চুড়ামনকাটি ইউনিয়নের মধ্য বাগডাঙ্গা গ্রামের মৃত লাল্টু মিয়ার মেয়ে।

নিহত ইভার মা রহিমা বেগম জানান, ৭ মাস আগে সৈয়দ মাহমুদপুর গ্রামের ওসমান গনির ছেলে রায়হান হোসেনের সাথে ইভার বিয়ে হয়। বিয়ের ২ মাস পর থেকে পালসার ব্যান্ডের মোটর সাইকেল কেনার জন্য দেড় লাখ টাকা যৌতুক দাবি করে। এই টাকা দিতে না পারার কারণে প্রায় নির্যাতন করা হতো। সোমবার রাতেও তাকে নির্যাতন করা হয়।

রহিমা বেগমের অভিযোগ, রায়হানের নির্যাতনে ইভার মৃত্যু হয়েছে। পরে মৃত্যু ঘটনা ভিন্নখাতে নিতে আত্মহত্যা বলে প্রচার করা হচ্ছে। তাদের মিশন সফল করতে স্থানীয় এক ইউপি সদস্যকে দিয়ে বিভিন্ন মহলে দেনদরবার করছেন। জন্য রহিমা বেগমের দাবি, পুলিশ সঠিকভাবে তদন্ত করলে সঠিক তথ্য মিলতে পারে।

ইভার স্বামী রায়হান জানান, ইভাকে হত্যা করা হয়নি। পারিবারিক কলহের জেরে সোমবার গভীর রাতে ঘরের আঁড়ার সাথে ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন।

এই বিষয়ে বাঘারপাড়া থানার পুলিশ পরিদর্শক মকবুল হোসেন জানান, নিহত ইভার লাশের ময়নাতদন্ত মঙ্গলবার যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে সম্পন্ন হয়েছে। প্রতিবেদন আসার পর হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যাবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ