মেট্রোরেলের আগারগাঁও স্টেশনে অজ্ঞাত ব্যক্তির লাশ

আরো পড়ুন

রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনে অজ্ঞাত ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে তিনি একজন রিকশা চালক। হঠাৎ মাথা ঘুরে পড়ে তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।

বুধবার (০৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় আগারগাঁও স্টেশনে এ ঘটনা।

উপস্থিত মেট্রোরেলের যাত্রীরা জানায়, এ ব্যক্তি রিকশা চালক। রিকশা রেখে হঠাৎ-ই আসেন স্টেশনে। একপর্যায়ে লুটিয়ে পড়েন মাটিতে।

এসময় কর্তব্যরত স্টেশনে পুলিশ সদস্য সাজ্জাদ বলেন, এক ব্যক্তির কাছে জানতে পারি এক ব্যক্তি স্টেশনে পড়ে আছেন। ওনি রিকশা চালক বলে প্রাথমিক ভাবে জানা গেছে। চিহ্নিত করার জন্য অন্য রিকশা চালকদের সহযোগিতা নেয়া হচ্ছে।

সাজ্জাদ বলেন, অজ্ঞাত ব্যক্তির কাছে কোনো মোবাইল ফোন কিংবা পরিচয় পত্র পাওয়া যায়নি। সামান্য কিছু টাকা পাওয়া গেছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ