সাতক্ষীরায় টাকা আত্মসাতের ঘটনায় গ্রেফতার ১

আরো পড়ুন

সাতক্ষীরায় বেসরকারি ব্যাংকের এজেন্ট শাখা ও সমবায় সমিতি খুলে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার প্রতারক চক্রের প্রধান হাবিবুর রহমানকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার রাতে সাতক্ষীরা সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার বেলা ১২টা ১৫ মিনিটে র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার মেজর গালিব এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান।

মেজর গালিব জানান, ২০১৯ সালে হাবিবুর রহমান একটি ভুয়া এনজিও খুলে গ্রাহকদের কাছ থেকে প্রায় ১ কোটি টাকা আত্মসাত করে লাপাত্তা হয়ে যান। পরবর্তীতে কয়েকজন গ্রাহক র‌্যাবের কাছে অভিযোগ দায়ের করলে র‌্যাব বিষয়টি নিয়ে তদন্ত শুরু করলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, হাবিবুর রহমান সাতক্ষীরা সদর থানা এলাকায় আত্মগোপন করে বসবাস করে আসছেন। একপর্যায়ে গতকাল রাতে শহরের পলাশপোল এলাকায় অভিযান চালিয়ে ভুয়া এনজিও পরিচালনাকারী হাবিবুর রহমানকে গ্রেফতার করা হয়।

মেজর গালিব আরো জানান, ওই ব্যক্তির বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রতারনার মামলা দায়ের করে সদর থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ