স্বামীর কর্মস্থলে স্ত্রীর মৃত্যু

আরো পড়ুন

ভাঙা বোতল থেকে আঘাতপ্রাপ্ত হয়ে স্বামীর কর্মস্থলে স্ত্রী মাহিমা খানম মুলান (২২) মারা গেছেন। এ ঘটনায় আটক স্বামী জোবায়ের হোসেনের দাবি, তিনি নিজের পেটে নিজেই আঘাত করে আত্মহত্যা করেছেন। রাজধানীর গুলশানে শুক্রবার (৩০ ডিসেম্বর) এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

জিজ্ঞাসাবাদের জন্য স্বামী জোবায়ের হোসেনকে আটক করা হয়েছে এবং বিষয়টি গুলশান থানানকে অভিহিত করা হয়েছে। তিনি বলেন, মেয়েটি বোতল ভেঙে নিজেই নিজেকে আঘাত করেছে নাকি তাকে আঘাত করা হয়েছে তা তদন্তের পর বলা যাবে।

জোবায়ের বলেছেন, আজ মাহিমা আমার অফিসের সামনে গিয়ে আমাকে ফোন করে ডাকে। আমি তখন অফিসে ছিলাম না। পরে মাহিমা সেখানে বোতল ভেঙে নিজের পেটে নিজেই আঘাত করে। অফিসের লোকজনের কাছ থেকে এ খবর পাই। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাত পৌনে ১১টায় মৃত ঘোষণা করেন।

নিহত মাহিমা মুন্সিগঞ্জ সদর উপজেলার চন্দনতলা গ্নামের মুয়াজ্জল হোসেনের মেয়ে। অন্যদিকে জোবায়ের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সে ৪র্থ বর্ষে পড়াশোনা করেন। পাশাপাশি গুলশান-১-এর ২ নম্বর রোডের ১১০ নম্বর বাড়িতে ডোপ প্রোডাকশনস নামের একটি প্রতিষ্ঠানে চাকরি করেন তিনি।

জোবায়ের জানান, গত মে মাসে প্রেমের সম্পর্ক থেকে তাদের বিয়ে হয়েছে। এরপর থেকে তারা উত্তর বাড্ডার পূর্বাঞ্চল নাবিল হাউজিংয়ে থাকেন। মাহিমার ছোট বোন তাদের সঙ্গেই থাকেন এবং মাঝে মধ্যে তার মা সেলিনা আক্তার তাদের বাসায় আসতেন।

তিনি আরো জানান, মাহিমা তার এক ছেলে বন্ধুর সঙ্গে সব সময় কথা বলতেন। তা নিয়েই তাদের মধ্যে দাম্পত্য কলহ সৃষ্টি হয়। তাদের মধ্যে প্রায়ই ঝগড়াঝাটি হয় এবং তিনি গত ৬ ডিসেম্বরের পর আর নিজের বাসায় ফেরেননি। পরে মাহিমা নিজের হাত কাটে এবং আত্মহত্যার চেষ্টা করে। জোবায়ের খবর পেয়ে গত ১৭ ডিসেম্বর মাহিমার বাসায় যান এবং তার চিকিৎসার ব্যবস্থা করেন। এরপর মাহিমার মা জোবায়েরের পরিবারের লোকজনকে হুমকি দিয়েছেন বলেও জোবায়েরের দাবি। এমন পরিস্থিতিতে জোবায়ের গত ২৬ ডিসেম্বর ডাকযোগে মাহিমাকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন বলে জানান।

হাসপাতালে আসা মাহিমার বন্ধু চয়ন বলেন, আমরা খবর পেয়ে আসছি। আমরাও শুনেছি সে নিজে নিজেই ঘটনাটি ঘটিয়েছে। এ ঘটনার কয়েকদিন আগেও মাহিমা আত্মহত্যার চেষ্টা চালিয়েছিল। পরে তার চিকিৎসা করানো হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ