ভারতীয় গরু আনতে সীমান্তে প্রাণ গেল ২ জনের

আরো পড়ুন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ভোরে ওই উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্তে ৮৮৮ নম্বর সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে।

সকালে ৬১ বিজিবি ব্যাটালিয়নের বড়খাতা ক্যাম্পের কমান্ডার আব্দুল জলিল গণমাধ্যমকে এ তথ্য জানান।

নিহতরা হলেন-দোলাপাড়া গ্রামের হাফিজার রহমানের পুত্র সাদিকুল রহন সাদিক (২২) ও ফকিরপাড়া গ্রামের আব্দুস সামাদের পুত্র নাজির হোসেন (৪৫)।

স্থানীয়রা জানান, ওই সীমান্ত দিয়ে ভারতীয় গরু আনার চেষ্টা করেন গরু ব্যবসায়ীরা। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের লক্ষ্য করে গুলি করেন। ওই গুলিতে ৩ জন গুলিবিদ্ধ হয়। এতে সাদিকুল ও নাজির হোসেন ঘটনাস্থলে নিহত হয়।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ