ইউক্রেনজুড়ে ১০০ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভ, জিতোমির এবং ওদেসায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে দিনিপ্রো ও ওদেসা অঞ্চল।
ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা ওলেকসি আরেসতোভিচ জানিয়েছেন বৃহস্পতিবার সকালে কেঁপে উঠেছে গোটা ইউক্রেন। খবর রয়টার্সের।
ইউক্রেনের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করে দেওয়ার পর দেশটিতে হামলা বাড়িয়েছে রাশিয়া। মস্কোর দাবি, ইউক্রেন থেকে দখল করা চার অঞ্চল রাশিয়াকে ছেড়ে দিতে হবে। তবেই কেবল শান্তি আলোচনা সম্ভব। তবে এ দাবি মেনে নিতে চাইছে না কিয়েভ।
রয়টার্স বলছে, বুধবার খেরসনের একটি মাতৃসদনেও নিষ্ঠুর হামলা করেছে রাশিয়া। যদিও এতে কেউ হতাহত হয়নি।
জাগো/আরএইচএম

