চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৮.৫ ডিগ্রি

আরো পড়ুন

চুয়াডাঙ্গায় আবার কমতে শুরু করেছে তাপমাত্রা।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

তাপমাত্রা কমায় বেড়েছে শীতের দাপট। দিনের বেলায় সূর্যের দেখা মিললেও নেই উত্তাপ। উত্তরের হিমেল হাওয়ায় শীতের তীব্রতা আরও বেড়ে গেছে। শীতে জড়োসড়ো হয়ে পড়েছে এ অঞ্চলের মানুষ ও অন্যান্য প্রাণীরা।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান জানান, বৃহস্পতিবার) সকাল ৬টায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। পরে সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সামনের দিনগুলোতে আরো কমতে পারে।

এদিকে, জেলার হাসপাতালগুলোতে বেড়ে গেছে শিশু ও ডায়রিয়া রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শতাধিক রোগী ভর্তি হয়েছে ডায়রিয়া, শ্বাসকষ্ট ও শীতজনিত বিভিন্ন রোগ নিয়ে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ