চট্টগ্রামের লোহাগাড়া রশিদা পাড়ায় রিনা খাতুন (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ১০ টায় ভাড়া বাসা থেকে এই লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, রিনা খাতুনের স্বামী সিরাজুল ইসলাম এস কেফ মেডিসিন কোম্পানির চাকরির সুবাদে বাসা ভাড়া নিয়ে থাকতো। রাতে দুজনেই খাওয়া-দাওয়ার পর ঘুমিয়ে পড়ে সকালের স্বামী ঘুম থেকে উঠে রান্নাঘরের বিমের সাথে ঝুলন্ত অবস্থায় তার স্ত্রীকে দেখে । এটা জানা জানি হলে এলাকাবাসী মেম্বারকে জানান তিন নাম্বার ওয়ার্ডের মেম্বার শাহ আলম লিটন দ্রুত পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান বলেন, কি কারনে আত্মহত্যা করেছে জানা যায়নি। লাশ থানায় নিয়ে আসা হয়েছে, থানায় অপমৃত্যু মামলা হবে।
তিনি আরো বলেন, লাশ ময়না তদন্ত শেষে নিচ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
জাগো/আরএইচএম

