রংপুর সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষকালে বিজিবির টহল গাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এতে বিজিবির এক সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরশুরাম থানার আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর হারাধন রায় হারাকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধার পর ভোট গ্রহণ শেষে রসিক ৪নং ওয়ার্ডের আমাশু কুকরুল কেন্দ্রে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সদ্য সাবেক কাউন্সিলর লাঠিম প্রতীকের হারাধন রায় ও মিষ্টি কুমড়া প্রতীকের প্রার্থী একরামুলের ফলাফলকে কেন্দ্র করে হঠাৎ দু’গ্রুপের কর্মী সমর্থকদের মাঝে হট্টগোল বেধে যায়। এরপর ওই দুই গ্রুপের মধ্যে উত্তেজিতরা নির্বাচনী টহলরত বিজিবির মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেয়। আধাঘণ্টার উপরে এই সংঘর্ষের ঘঠনাস্থলে অতিরিক্ত পুলিশ ও বিজিবির সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পরে উত্তেজিত উত্তেজিতরা রসিক নির্বাচনের ফলাফল কেন্দ্র শিল্পকলা একাডেমির সামনে পাবলিক লাইব্রেরি মাঠে এসে মিছিল করে।
এবিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) আবু মারুফ হোসেন জানান, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীর কর্মী সমর্থকরা ফলাফলের পরে উত্তেজিত হয়ে নির্বাচনী কাজে ব্যবহৃত বিজিবির একটি মাইক্রোবাসে আগুন ধরিয়ে দিয়েছে। ঘটনার সময় ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে গিয়েছিল তারা আগুন নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনার সাথে জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে আরো তদন্ত চলছে।

