শুক্রবার (৩০ ডিসেম্বর) ও শনিবার (৩১ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষক নিবন্ধন পরীক্ষা। উক্ত পরীক্ষায় রয়েছে যশোর জেলায় ৪৫ হাজার ৭৯৫ পরীক্ষার্থী। এর মধ্যে স্কুলে ৩০ হাজার ৭৪৬ ও ১৫ হাজার ৪৯ পরীক্ষার্থী। পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে সকল কেন্দ্র সচিবদের নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে কালেক্টরেট সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
পরীক্ষা কমিটির সভাপতি জেলা প্রশাসক (ডিসি) তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে জেলা শিক্ষা অফিসার একেএম গোলাম আযম জানান,
৩৩টি কেন্দ্রে স্কুল নিবন্ধন পরীক্ষায় ৩০ হাজার ৭৪৬ পরীক্ষার্থী অংশ নেবে। কেন্দ্রগুলো হলো, যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজে ৩ হাজার ৫১৬ জন, ক্যান্টনমেন্ট কলেজে ২ হাজার ৫শ, আব্দুর রাজ্জাক কলেজে ১ হাজার ৬৫০ জন, সিটি কলেজে ১ হাজার ৫শ, যশোর কলেজে ১ হাজার ৩শ, পলিটেকনিক ইন্সটিটিউটে ১ হাজার ৩শ, যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজে ১ হাজার ২৩০ জন, ১ হাজার ৫৫০ জন, টিচার্স ট্রের্নিং কলেজে ৮শ জন, জিলা স্কুলে ১ হাজার, এমএসটিপি গার্লস স্কুল এন্ড কলেজের ১ হাজার, বর্ডার গার্ড পাবলিক স্কুলে ৯শ জন, উপশহর মহিলা কলেজে ৮৫৩ জন, নিউটাউন বালিকা বিদ্যালয়ে ৮শ জন, নিউটাউন বাদশাহ ফয়সল ইসলামী ইন্সটিটিউটে ৭৭০ জন, পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ে ৭৫০ জন, প্রিপারেটরী স্কুলে ৭৩০ জন, সম্মিলনী ইন্সটিটিউশনে ৭২০ জন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৭০০ জন, উপশহর কলেজের ৭০০ জন, কালেক্টরেট স্কুলে ৬৭২ জন, আমিনিয়া কামিল মাদরাসায় ৬০০ জন, পুলের হাট স্কুলে ৫৫০ জন, আব্দুস সামাদ মেমোরিয়াল একাডেমিতে ৫০০, বাদশাহ ফয়সল ইসলামী ইন্সটিটিউট ঈদগাহে ৫০০, মুসলিম একাডেমিতে ৫০০, সেবা সংঘ বালিকা বিদ্যালয়ে ৫০০ জন, নতুন খয়েরতলা স্কুলে ৪৫০ জন, প্রগতি বালিকা বিধ্যালয়ে ৪৫০ জন, ইসলামীয়া বালিকা বিদ্যালয়ে ৪০০ জন, যশোর সরকারি কলেজে ৩৭০ জন, দানবীর হাজী মোহাম্মদ মহাসীন স্কুলে ৪০০ জন, বিসিএমসি কলেজে অংশ নেবে ৫৮৫ পরীক্ষার্থী।
৯টি কেন্দ্রে কলেজ নিবন্ধন পরীক্ষায় অংশ নেবে ১৫ হাজার ৪৯ পরীক্ষার্থী।
কেন্দ্রগুলো হলো, সরকারি মাইকেল মধুসূদন কলেজের ৩ হাজার ৫১৬ জন, ক্যান্টনমেন্ট কলেজে ২ হাজার ৫শ, আব্দুর রাজ্জাক কলেজে ১ হাজার ৬৫০ জন, সিটি কলেজে ১ হাজার ৫শ, যশোর কলেজে ১ হাজার ৩শ, পলিকেটনিক ইন্সটিটিউটে ১ হাজার ৩শ, যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজে ১ হাজার ২৩০ জন, সরকারি মহিলা কলেজের ১ হাজার ৫৫০ জন, টিচার্স ট্রের্নিং কলেজে ৫০৩ জন পরীক্ষার্থী।
প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ মনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি ফিরোজ কবীর, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর অমল কুমার বিশ্বাস, জিলা স্কুলের প্রধান শিক্ষক শোয়াইব হোসেন, কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক মোদাচ্ছের হোসেন, সম্মিলনী ইন্সটিটিউশনের প্রধান শিক্ষক মিহির কান্তি সরকার, নিউটাউন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া শিরিন, নিউটাউন বাদশাহ ফয়সল ইসলামী ইন্সটিটিউটের প্রধান শিক্ষক রবিউল আলমসহ শিক্ষকবৃন্দ।

