যশোরে সড়কে প্রাণ গেল নারী পল্লী বিদুৎকর্মীর

আরো পড়ুন

যশোর প্রতিনিধি
যশোরের শার্শায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে জান্নাতুল ফেরদৌস (২৪) নামে এক পল্লী বিদুৎ কর্মী নিহত হয়েছেন ও সাথে থাকা সহকর্মী নূর ইসলাম আহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার নাভারণ বাজারে এ দূর্ঘটনা ঘটে।

নিহত জান্নাতুল ফেরদৌস মনিরামপুর উপজেলার মদনপুর গ্রামের মশিয়ার গাজীর মেয়ে। তিনি শার্শা পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে কম্পিউটার অপারেটর হিসাবে কর্মরত ছিলেন। আহত নূর ইসলাম ঝিকরগাছা উপজেলার মাগুরা গ্রামের মৃত ওজিউল্ল্যাহ এর ছেলে।

পুলিশ জানায়, প্রতিদিনের ন্যায় সকালে মোটরসাইকেল যোগে সহকর্মী নূর ইসলামের সাথে শার্শার উদ্দেশ্যে রওনা হয় জান্নাতুল ফেরদৌস। প্রতিমধ্যে নাভারণ বাজারে পৌছালে ভ্যানের সাথে মোটরসাইকেলর ধাক্কা লেগে জান্নাতুল ফেরদৌস সড়কের উপরে পড়ে যায়। এ সময় বিপরিত দিক থেকে আসা একটি দ্রুত গতীর ট্রাক তার মাথার উপর দিয়ে পিষে দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই মৃত্যু হয় জান্নাতুলের। এবং নূর ইসলাম গুরুতর আহত হয়। খবর পেয়ে নাভারণ হাইওয়ে থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে এবং আহত নূর ইসলামকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

IMG 20221227 104204

নাভারণ হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মামুন হুসাইন জানান, পারিবারের স্বজনদের অনুরোধে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করার প্রস্তুতি চলছে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ