নষ্ট ইঞ্জিনের একটি কাঠের নৌকায় চেপে ৫৭ রোহিঙ্গার একটি দল এক মাস সাগরে ভেসে থাকার পর ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে পৌঁছেছে।
গত রবিবার দেশটির পশ্চিমাঞ্চলের আচেহ প্রদেশে পৌঁছে। এরই মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর বিবিসির।
ইন্দোনেশিয়া পুলিশের এক মুখপাত্র জানান, রবিবার সকালে ৫৭ জনকে নিয়ে আসা একটি নৌকা আচেহ প্রদেশে পৌঁছে। নৌকাটির ইঞ্জিন নষ্ট, বাতাস এটিকে আচেহ বাসার জেলার লাডং গ্রামের তীরে নিয়ে আসে।
রোহিঙ্গারা জানান, তারা এক মাস ধরে সাগরে ভাসছিলেন। এই শরণার্থীদের আপাতত সরকারি একটি কেন্দ্রে রাখা হবে বলে এক অভিবাসন কর্মকর্তা জানান। কিছু গণমাধ্যম অবশ্য বলছে, ৫৭ জন নয়, আচেহতে পৌঁছানো নৌকায় রোহিঙ্গার সংখ্যা ৫৮।
তিন দিন আগেই জাতিসংঘের শরণার্থী সংস্থা সমুদ্রে দুই সপ্তাহ ধরে ভেসে থাকা দেড় শতাধিক রোহিঙ্গাবোঝাই একটি ছোট মাছ ধরার নৌকাকে সহায়তা করতে আন্দামান সাগরের আশপাশের দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছিল। নৌকাটির আরোহীরা একটি স্যাটেলাইট ফোনের মাধ্যমে শিশুসহ অনেকেই মারা গেছে এবং তাদের খাদ্য ও পানি ফুরিয়ে আসছে বলেও জানিয়েছিল। নিখোঁজ ওই নৌকাটি শেষ পর্যন্ত ডুবে গেছে বলে জাতিসংঘের সংস্থাটি আশঙ্কা প্রকাশ করছে।
জাগো/আরএইচএম

