ঝিনাইদহে বাস চাপায় রফিকুল ইসলাম (৫৫) নামে একজন নিহত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ঝিনুকমালা আবাসন প্রকল্পের সামনে এ ঘটনা ঘটে।
নিহত রফিকুল শৈলকূপা উপজেলার ফুলহরি ইউনিয়নের মহব্বতপুর গ্রামের মৃত আব্দুল লতিফ মোল্লার ছেলে। তিনি একটি বেসরকারি ব্যাংকে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা।
জানা যায়, প্রতিদিনের ন্যায় নাইট ডিউটি শেষ করে রফিকুল ইসলাম বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। সেসময় ক্যাডেট কলেজ ও ঝিনুকমালা আবাসন প্রকল্পের মাঝামাঝি স্থানে পৌঁছানো মাত্রই কুষ্টিয়া থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি পরিবহন তাকে চাপা দেয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
জাগো/আরএইচএম

