যশোরে জাতীয় শিক্ষাক্রম বিস্তরণ কার্যক্রম প্রশিক্ষণের উদ্বোধন

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক : ২০২৩ সালে মাধ্যমিক পর্যায়ে নতুন জাতীয় শিক্ষাক্রম বিস্তরণ কার্যক্রম শুরু হবে। কিভাবে এই কার্যমের উপর শিক্ষার্থীদের পাঠ্য বই পড়াতে হবে তার উপর ৬দিন ব্যাপি জাতীয় শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক ছয়দিন ব্যাপি প্রশিক্ষণ সোমবার থেকে যশোর জিলা স্কুল অডিটোরিয়ামে শুরু হয়েছে।

জেলা শিক্ষা অফিসের উদ্যোগে যশোর ও সাতক্ষীরা জেলার ১৮ জন মাস্টার ট্রেনার ও ২৭০ জন প্রশিক্ষণার্থীদের নিয়ে ছয়টি বিষয়ের উপর
প্রশিক্ষণ কার্যক্রমের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবীব।

জেলা শিক্ষা অফিসার একেএম গোলাম আযমের সভাপতিত্বে বক্তব্য রাখেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ মনোয়ার হোসেন, টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর ফেরদৌস হোসেন, জিলা স্কুলের প্রধান শিক্ষক শোয়াইব হোসেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম প্রমুখ। জেলা শিক্ষা অফিসার একেএম গোলাম আযম জানান ছয়টি বিষয় হল, বাংলা, ইংরেজি, আইসিটি, ইতিহাস, শিল্প সাংস্কৃতিক, জীবন জীবিকা,ডিজিটাল ও টেকনোলজি।

তিনি আরো জানান, যারা ছয়দিনের প্রশিক্ষণ নেবেন। তারাই জেলা সাড়ে চার হাজার মাধ্যমিকের শিক্ষকদের এ প্রশিক্ষণ দেবেন।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ