সমাজের সবার জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে: প্রধানমন্ত্রী

আরো পড়ুন

সব বাধা উপেক্ষা করে যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে যা যা দরকার সরকার সব করেছে।

সোমবার (২৬ ডিসেম্বর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের ৫৯তম বার্ষিক সম্মেলনে তিনি এ বলেন।

‘সমাজের সবার জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে’ মন্তব্য করে করে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যার বিচার করা যাবে না, সেই আইনও হয়েছিল এ দেশে। ইনডেমনিটি অর্ডিন্যান্স বাতিল করে জাতির পিতা হত্যার বিচার করতে সক্ষম হয়েছি। দেশি-বিদেশি সব বাধা উপেক্ষা করে যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করেছি। সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে যা যা প্রয়োজন সরকার সব করেছে।

বিচারকদের সাহসী পদক্ষেপে বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যত দ্রুত মামলার রায় দেয়া যাবে, অপরাধমূলক কর্মকাণ্ড তত কমবে।

জঙ্গিবাদ রুখতে সবাইকে সচেতন হওয়ার আহবানও জানান প্রধানমন্ত্রী।

তিনি জানান, বিচারকদের জন্য আন্তর্জাতিক মানের জুডিশিয়াল একাডেমি করা হবে।

সরকার প্রধান বলেন, ১৫ আগস্ট আপনজন হারানোদের মানবাধিকার নিয়ে কেউ ভাবেনি। বঙ্গবন্ধুর খুনিদের ইনডেমনিটি দিয়ে দূতাবাসে চাকরি দেয়া হয়।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ