মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেয়া মেহেদী হাসান মিরাজকে জার্সি উপহার দিয়েছেন বিরাট কোহলি।
রবিবার (২৫ ডিসেম্বর) সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি ৩ উইকেটে হারে টাইগাররা। মিরাজের বোলিংয়ে একটা সময় পর্যন্ত ভারত ছিল কোণঠাসা।
তবে রবিচন্দ্রন অশ্বিনের ব্যাটে জয় তুলে নেয় ভারত। ম্যাচ শেষে স্বাভাবিকভাবেই মন ভার ছিল মিরাজের। বিরাট কোহলি এমন সময় তার মন ভালো করে দেন। নিজেই মিরাজকে ডেকে নিয়ে উপহার দেন জার্সি।
মিরাজকে ভারতের ওয়ানডে জার্সি উপহার দিয়েছেন কোহলি। অটোগ্রাফ দিয়ে যার গায়ে লিখেছেন, ‘শুভ কামনা মিরাজ।’
মূলত ওয়ানডে সিরিজ চলা কালে কোহলির কাছে জার্সি চেয়েছিলেন মিরাজ। তার সেই চাওয়াই পূরণ করেছেন কোহলি।
কোহলির দেয়া জার্সির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকেও পোস্ট করেছেন মিরাজ। লিখেছেন, ‘সর্বকালের সেরা ক্রিকেটারদের একজন বিরাট কোহলির কাছ থেকে পাওয়া বিশেষ এক স্মারক।’

