জাপানে ভারি তুষারপাত, নিহত ১৩

আরো পড়ুন

জাপানে গত কয়েকদিনে ভারি তুষারপাতে শনিবার বিকাল পর্যন্ত অন্তত ১৩ জনের মৃত্যু এবং ৮০ জনের বেশি আহত হয়েছেন। দেশটির ১০ হাজারের বেশি বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

শনিবার (২৪ ডিসেম্বর) এসব তথ্য জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

জাপানের আবহাওয়া অধিদপ্তর দেশের উত্তরাঞ্চল এবং সমুদ্র উপকূলবর্তী এলাকায় আরো ভারি তুষারপাত ও তুষার ঝড়ের সতর্কতা জারি করেছে। তুষার ঝড়ের কারণে উত্তরাঞ্চলে ট্রেন ও বিমান চলাচল বিঘ্নিত এবং মধ্য ও পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও গাড়ি চলাচল ব্যাহত হয়েছে।

শুক্রবার থেকে জাপানে প্রায় ২০০টি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে। এ ছাড়াও ১৫টি এক্সপ্রেসওয়ের ৫৮টিরও বেশি অংশে রাস্তা বন্ধ হওয়ার খবর পাওয়া গেছে। এই পরিস্থিতিতে বড়দিনে চরম সতর্কতার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ও দুর্যোগ প্রতিরোধমন্ত্রী কোইচি তানি।

আবহাওয়া কর্মকর্তাদের শীতকালীন তুষার ঝড়ের সময় বাসিন্দাদের নিরাপদ থাকার জন্য সতর্কতা জারি করতে উদ্বুদ্ধ করেছে। তারা নাগরিকদের জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ