ফরিদপুরে গাছের ছাল খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

আরো পড়ুন

ফরিদপুরের সালথায় ছাগলের মেহগনি গাছের ছাল খাওয়াকে কেন্দ্র করে বিবাদের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে মতিয়ার রহমান মোল্লা (৫০) নামে একজন নিহত হয়েছেন।

শনিবার (২৩ ডিসেম্বর) উপজেলার সোনাপুর ইউনিয়নের যোগারদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, একই গ্রামের প্রতিবেশী রশিদ মোল্লার ছেলে দেলোয়ার মোল্লার বাগানের মেহগনি গাছের ছাল খেতে থাকে একটি ছাগল। এসময় ওই গ্রামের সজল মোল্লা এটি দেখতে পেয়ে গালিগালাজ করতে থাকে। পরে মোতিয়ার মোল্লা ও সজল মোল্লা বিবাদে জড়িয়ে পড়েন।

কথা কাটাকাটির শব্দ শুনে রশিদ মোল্লার ছেলে ইলিয়াস মোল্লা ও সবুর মোল্লা মতিয়ার মোল্লার সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা মতিয়ার মোল্লার মাথায় লাঠি দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে মাটি পড়ে যান।

স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শেখ সাদিক বলেন, এলাকার পরিবেশ শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ