বাগেরহাটের মোংলা উপজেলার পশুর নদ থেকে বিদেশি বাণিজ্যিক জাহাজের মালামালসহ দুই চোরাকারবারিকে আটক করেছে কোস্টগার্ড।
গতকাল (২৩ ডিসেম্বর) শুক্রবার দিবাগত রাত একটার দিকে সুন্দরবনের পশুর নদে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আজ শনিবার সকালে মামলা দায়েরের পর তাঁদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. আল-আমিন (৩৪) ও মো. আশিক (৩২)। তাঁরা দুজনেই বাগেরহাটের মোংলা এলাকার বাসিন্দা।
কোস্টগার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাত আনুমানিক একটার দিকে মোংলা উপজেলার সুন্দরবন এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। অভিযানে বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে চুরি করা মেশিনারিজ পণ্য (গোল্ডেন ব্রিজ ওয়েল্ডিং ম্যাটেরিয়াল ২২ বক্স, মেটালিক ফ্যান লোবার ৯টি, জয়েন্ট বুশ ১০টি), একটি ইঞ্জিনচালিত নৌকা ও দেশি ধারালো অস্ত্রসহ দুজন চোরাকারবারিকে আটক করা হয়। জব্দ করা মালামালের কোনো সঠিক কাগজপত্র পাওয়া যায়নি। এ ছাড়া তাঁদের কাছ থেকে নগদ ১ লাখ ৩২ হাজার ১৬০ টাকা ও ইয়াবা সেবনের ফয়েল পেপার উদ্ধার করা হয়।
আবদুর রহমান আরো বলেন, জব্দ করা মালামাল ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাঁদের মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা রুজু হওয়ার পর আটক দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরে মামলায় গ্রেফতার দেখিয়ে আজ সকালে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জাগো/আরএইচএম

