চলছে মেট্রোরেলের শেষ মুহূর্তের কাজ, উদ্বোধন ২৮ ডিসেম্বর

আরো পড়ুন

আগামী ২৮ ডিসেম্বর উদ্বোধন হতে যাচ্ছে ঢাকা মেট্রোরেল। বাকি আছে এক সপ্তাহেরও কম সময়। এখন চলছে শেষ মুহূর্তের কাজ। ইতোমধ্যে মেট্রো স্টেশনসহ ট্রেনে ওঠার সিঁড়ির কাজ সম্পন্ন হয়েছে। চলছে মেট্রোরেলের নিচের সড়ক সংস্কার কাজ।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) মিরপুর ১০, কাজীপাড়া, শেওড়াপাড়ার মেট্রোরেল অংশ ঘুরে দেখা যায়, মেট্রোরেলের ওপরের অংশের কাজ শেষ করে তা পরিষ্কার-পরিচ্ছন্ন করার প্রস্তুতি নেয়া হচ্ছে। নিচে সড়কের ভাঙা অংশগুলো বালু ও ইট দিয়ে সমান করা হচ্ছে। কিছু অংশে নতুন করে কার্পেটিং করা হয়েছে। ফুটপাতগুলোতে বসানো হচ্ছে টাইলস। তবে আগারগাঁও স্টেশন পুরোপুরিভাবে প্রস্তুত। সরিয়ে নেয়া হচ্ছে নির্মাণকাজের জিনিসপত্র।

কাজীপাড়া ও শেওড়াপাড়ার স্থানীয় বাসিন্দা ও দোকানিদের সঙ্গে কথা বলে জানা যায়, ইতোমধ্যে রাস্তার পুরো অংশ খুলে দেয়া হয়েছে। ফুটপাত দিয়ে লোকজনের চলাচলও শুরু হয়েছে। নির্মাণকাজ শেষ হয়ে যাওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেছেন।

কাজীপাড়ার বাসিন্দা আজিম বলেন, মেট্রোরেলের নির্মাণকাজের জন্য অন্যান্য জায়গায় তুলনায় আমরাই বোধহয় বেশি কষ্ট করেছি। ফুটপাত ছিল না। যে রাস্তায় গাড়ি চলে সেই রাস্তা দিয়েই হাঁটাচলা করতে হয়েছে। এখন নির্মাণকাজ শেষ হওয়ায় ভালো লাগছে। আগের তুলনায় ফুটপাতগুলো আরও আধুনিক করা হয়েছে। আশা করছি এখন আর নতুন করে কোনও সমস্যায় পড়তে হবে না।

মেট্রোরেলের কাজ শেষ হওয়ায় স্বস্তি প্রকাশ করে শেওড়াপাড়ার এক হোটেলের দোকানি মাহাবুব বলেন, মেট্রোরেলের কারণে অনেক টাকা ক্ষতির মুখে পড়তে হয়েছিল। তবু ধৈর্য ধরে ছিলাম। বিশ্বাস ছিল কাজ শেষ হলে আগের তুলনায় আরো বেশি বেচাবিক্রি হবে। মেট্রোরেল স্টেশনে অনেক লোক আসা-যাওয়া করবে। ফুটপাতগুলোও এখন সুন্দর করেছে। মানুষ আরামে আসা-যাওয়া করছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ