বিশ্বকাপ হারের ১৭ ঘণ্টা পর মুখ খুলেছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে । সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রফির পাশ দিয়ে হেঁটে যাওয়ার ছবিটা দিয়ে তিনি লিখেছেন, আমরা ফিরে আসব।
আজ তার জন্মদিন। এত যন্ত্রণাময় জন্মদিন নিশ্চিতভাবেই আসেনি তার জীবনে। এমবাপ্পে কাতারে এসেছিলেন চ্যাম্পিয়নের মুকুট পরে। সে মুকুট ছিনিয়ে নিয়ে গেছেন লিওনেল মেসি। তাই তো তাকে দেখে মনে হচ্ছিল, রাজ্যহারা কপর্দকশূন্য এক সম্রাট। তাকে এতটা হতাশায় নিমজ্জিত হতে দেখে ভিভিআইপি গ্যালারি থেকে মাঠে নেমে এসেছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। দেশের অন্যতম ফুটবল রত্নকে অভিভাবকের ন্যায় সান্ত্বনা দেন তিনি। পুরস্কার বিতরণী মঞ্চেও ফ্রান্সের প্রতিটি খেলোয়াড়কে আলিঙ্গন করে প্রবোধ দেন প্রেসিডেন্ট। অবশ্য মুকুট হারানোর বেদনা কী কোনো সান্ত্বনায় উপশম হয়।
মুকুট হারালেও হাল ছেড়ে দেননি তিনি। চার বছর পর শিরোপা পুনরুদ্ধারের ঘোষণা এখনই দিয়ে দিলেন।
জাগো/আরএইচএম

