দিনাজপুরে ভ্যানচালকের লাশ উদ্ধার

আরো পড়ুন

দিনাজপুর সদরে তসলিম উদ্দিন (৩৮) নামের এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে সদর উপজেলার কমলপুরের বকুলতলা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয় ।

মৃত তসলিম ওই এলাকার চাঁন্দাহার গ্রামের নুরুল ইসলামের ছেলে এবং পেশায় ভ্যানচালক।

কোতোয়ালি থানার ইন্সপেক্টর গোলাম মাওলা জানান, স্থানীয় ধর্মীয় জলসা থেকে বাড়ি ফেরার সময় পথিমধ্যে রহস্যজনকভাবে মৃত্যুর শিকার হয়েছেন ভ্যানচালক তসলিম উদ্দিন। সুরতহাল রিপোর্টে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন চোখে পড়েনি। এ সময় লাশের পকেটে চোলাই মদ ভর্তি একটি বোতল পাওয়া গেছে।

তিনি আরো বলেন, পরিবারের পক্ষ থেকেও মৃত্যর বিষয়ে কোনো অভিযোগ করা হয়নি। তবে মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ