চট্টগ্রামে রেললাইন থেকে দুবাইপ্রবাসী তরুণের লাশ উদ্ধার

আরো পড়ুন

চট্টগ্রামের হাটহাজারীতে রেললাইন থেকে এক প্রবাসী তরুণের লাশ উদ্ধার করেছে চট্টগ্রাম রেলওয়ে থানা-পুলিশ।

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের রুদ্রপল্লী গ্রামের রেললাইন থেকে তাঁর লাশ উদ্ধার।

নিহত তরুণ মুহাম্মদ জাবেদ হোসাইন (২৬) ফতেপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ব্যাপারীর পাড়ার আবুল কাশেমের ছেলে। এক সপ্তাহ আগে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ছুটিতে বাড়ি আসেন জাবেদ।

পরিবার সূত্রে জানা যায়, গত এক সপ্তাহ আগে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ছুটিতে বাড়ি আসেন জাবেদ। গতকাল সোমবার বিকেলে ঘটনাস্থলের কাছে তাঁর বোনের বাড়িতে বেড়াতে যান। সন্ধ্যায় বের হলে আর ঘরে ফেরেননি। রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। আজ সকালে রেললাইনে তাঁর লাশ পাওয়া যায়। লাশটি গলা ও মাথা থেঁতলানো অবস্থায় পড়ে ছিল।

চট্টগ্রাম রেলওয়ে থানার উপপরিদর্শক মুহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, এই রেললাইন দিয়ে গতকাল রাত ১০টায় ট্রেন চলেছে। এরপর আর কোনো ট্রেন যায়নি। উদ্ধার লাশটি ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ