অপহরণের ৪ বছর পর পথশিশুকে উদ্ধার, গ্রেফতার ১

আরো পড়ুন

রাজধানীর গুলশান এলাকা থেকে চার বছর আগে অপহরণ করা হয় ১২ বছর বয়সী এক কিশোরীকে। থানায় মেয়ে হারানোর একটি সাধারণ ডায়েরি (জিডি) করেও এতো বছরেও মেয়ের সন্ধান পায়নি পরিবার।

গতকাল রবিবার (১৮ ডিসেম্বর) রাজধানীর গুলশান থেকে অপহরণকারীকে গ্রেফতারসহ মেয়েটিকে উদ্ধার করেছে র‌্যাব-৩।

সোমবার (১৯ ডিসেম্বর) রাজধানীর টিকাটুলি র‌্যাব-৩ এর সদর দফতরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিওয়ানের অধিনায়ক (সিও) আরিফ মহিউদ্দিন আহমেদ।

তিনি বলেন, নির্যাতনের শিকার অসহায় পথশিশুটিকে উদ্ধার ও অপহরণকারী আব্দুল্লাহ (৩৯)-কে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার আসামি জিজ্ঞাসাবাদে র‍্যাবকে জানায়, ২০১৮ সালে সেপ্টেম্বর মাসে গুলশান এলাকার আজাদ মসজিদের সামনে ফুটপাতে ভুক্তভোগী পথশিশুকে ফুল ও কাগজের স্টিকার বিক্রি করতে দেখে নতুন জামা-কাপড় কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে পাশের মার্কেটে তাকে নিয়ে যায় অপহরণকারী।

জামা-কাপড়সহ বিভিন্ন ধরনের খেলনা কিনে দিয়ে ভুক্তভোগীকে তার স্টিলের কারখানায় নিয়ে যায় ওই অপহরণকারী। সেখান থেকে গৃহপরিচারিকা হিসেবে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রির জন্য বায়নাপত্র করা হয়। কিন্তু কারখানায় থাকার ফলে শিশুটি অসুস্থ হয়ে যায়। শিশুটি খুব বেশি অসুস্থ হয়ে পড়লে একপর্যায়ে বাধ্য হয়ে গ্রেফতারকৃত আব্দুল্লাহ শিশুটিকে তার নিজ বাসায় নিয়ে যায় এবং তাকে দিয়ে গৃহপরিচারিকার কাজকর্ম করাতে থাকে। এই চার বছর তার বাসায় রাখে মেয়েটিকে।

ভুক্তভোগীর জবানবন্দিতে জানা যায়, অপহরণের পর আটক থাকাকালীন শিশুটি বাবা-মার কাছে যাওয়ার জন্য গ্রেফতারকৃত আব্দুল্লাহর কাছে অনেক কাকুতি-মিনতি করলেও তাতে কাজ হয় না। গ্রেফতার আব্দুল্লাহ এবং তার স্ত্রী শিশুটিকে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি এবং ভয়ভীতি প্রদর্শন করে ৪ বছর আটকে রাখে।

এদিকে, ২০১৮ সালে নিখোঁজের জিডি করার ৪ বছর পার হলেও দরিদ্র দিনমজুর পিতা তার কন্যাসন্তান খোঁজে না পেয়ে র‌্যাব-৩ এ একটি অভিযোগ করেন। সুনির্দিষ্ট অভিযোগ এবং গুলশান থানায় করা জিডির ভিত্তিতে র‌্যাব-৩ ছায়া তদন্ত শুরু করে জানতে পারে, তাদের মেয়েকে অপহরণ করে গ্রেফতারকৃত আসামি নিজ বাসায় গৃহকর্মী হিসেবে আটকে রেখেছে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ