কক্সবাজারের চকরিয়া উপজেলায় হাতির আক্রমণে সাইফুল ইসলাম নামের এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে।
গতকাল রবিবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কাছে বানিয়ারছড়ার কবিরারঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতের পরিবারের সদস্যরা জানান, সকাল ৭টার দিকে বানিয়ারছড়া এলাকায় সাইফুলকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশ ও বনবিভাগকে খবর দেন। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
তারা আরো জানান, ধারণা করা হচ্ছে, গভীর রাতে বন্য হাতির আক্রমণে সাইফুলের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, ‘সাইফুলের মরদেহ উদ্ধার করে চকরিয়া থানায় নিয়ে আসা হয়। পরে ময়নাতদন্ত ছাড়াই আইনি প্রক্রিয়ায় মরদেহ আজ দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তার মৃত্যু বন্য হাতির আক্রমণে হয়েছে বলে জানা গেছে।’
জাগো/আরএইচএম

