সিলেটে ট্রেনে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা

আরো পড়ুন

সিলেটে ট্রেনের নিচে কাটা পড়ে রুশনা বেগম (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

গতকাল রবিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেটের মোগলাবাজার স্টেশনের পার্শ্ববর্তী হরগৌরী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রুশনা বেগম সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগলা সোনাপাড়া গ্রামের সোনাপাড়া ছওয়াব আলীর স্ত্রী।

স্থানীয় ও সিলেট রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন মাইজগাঁও স্টেশন থেকে সিলেটের দিকে যাচ্ছিল। গতকাল সন্ধ্যায় ট্রেনটি মোগলাবাজার স্টেশনের পার্শ্ববর্তী হরগৌরী এলাকায় পৌঁছালে রুশনা বেগম ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে সিলেট রেলওয়ে থানা–পুলিশ লাশটি উদ্ধার করে লাশের নাম-পরিচয় শনাক্ত করে।

সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ ম কামাল হোসেন বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। লাশটি ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ