আর্জেন্টিনার গোলে উচ্ছ্বাস করতে যেয়ে যশোরে সমর্থকের মৃত্যু

আরো পড়ুন

যশোরে আর্জেন্টিনার গোলে উচ্ছ্বাস প্রকাশ করতে যেয়ে নিমার্ণাধীন ব্রিজের রডে বিদ্ধ হয়ে এক সমর্থকের মৃত্যু হয়েছে।

নিহত রাকিব হোসেন (২৫) ঝিকরগাছা পৌরসভার কাটাখাল এলাকার আসলাম হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, রবিবার রাতে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখার জন্য কাটাখালের দুই ব্রিজের মাঝে বঙ্গবন্ধু পার্কে বড় পর্দার ব্যবস্থা করা হয়। ফ্রান্সের সাথে খেলায় আর্জেন্টিনা দ্বিতীয় গোল দেয়ার পর সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন। এসময় উৎফুল্ল রাকিব পা পিছলে পার্কের ঢালু পাড় থেকে নিচে নির্মাণাধীন বেইলি ব্রিজের উপর পড়েন। এসময় পিঠে রড বিদ্ধ হয়ে মারাত্মক আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এবিষয়ে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বলেন, আর্জেন্টিনার গোলে উচ্ছ্বাস প্রকাশ করতে যেয়ে নিমার্ণাধীন ব্রিজের রডে বিদ্ধ হয়ে রাকিব হোসেন নামে এক সমর্থকের মৃত্যু হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ