দেশে একদিনে ১৭ জনের শরীরে করোনা শনাক্ত

আরো পড়ুন

দেশে গত একদিনে আরো ১৭ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, এই সময়ে মৃত্যু হয়নি কারও।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, রবিবার (১৮ ডিসেম্বর) সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ২ হাজার ৬১২টি নমুনা পরীক্ষা করে এই ১৭ জন নতুন রোগী শনাক্ত হয়।

তাতে দিনে শনাক্তের হার ০ দশমিক ৬৫ শতাংশ। আগেরদিন এই হার ছিল ০ দশমিক ৮৩ শতাংশ।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৬ হাজার ৯২৮ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা আগের মতোই ২৯ হাজার ৪৩৮ জন রয়েছে।

গত ২৪ ঘণ্টায় ৬৪ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৮৬ হাজার ৭৯৪ জন।

গত একদিনে শনাক্ত রোগীদের মধ্যে ১৬ জনই ঢাকার বাসিন্দা। এছাড়া জয়পুরহাট জেলায় একজন নতুন রোগী শনাক্ত হয়েছে। দেশের বাকি ৬২ জেলায় নতুন করে কারও করোনাভাইরাস শনাক্ত হয়নি।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ