ছাদ থেকে পড়ে মা ও শিশুসন্তানের রহস্যজনক মৃত্যু

আরো পড়ুন

রাজধানীর ডেমরার সানারপাড় এলাকায় একটি পাঁচ তলা ভবনের ছাদ থেকে পড়ে এক নারী ও তার ১৫ মাস বয়সী সন্তানের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।

নিহতের স্বামী শাহিনুর ইসলাম সোনারগাঁও স্কুলে শিক্ষকতা করতেন।

রবিবার ভোর সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে।

এ সময় মা ও শিশু ছাদ থেকে পড়ে গেলে প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। পরবর্তীতে ঢামেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক হালিমা বেগমকে তৎক্ষণাৎ মৃত ঘোষণা করেন। মায়ের মৃত্যুর প্রায় ৩ ঘণ্টা পরে মারা যায় সাথে থাকা ১৫ মাসের শিশুটিও। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

ডেমরা থানা পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দাম্পত্য কলহের জেরে সন্তানসহ আত্মহত্যা করেছেন হালিমা বেগম।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, নিহতের স্বামী শাহিনুর ইসলাম সোনারগাঁও স্কুলে শিক্ষকতা করতেন। এ ঘটনায় স্বামী শাহিনুরকে আটক করেছে ডেমরা থানা পুলিশ। এটি হত্যা না আত্মহত্যা সেটি তদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ