এসি বিস্ফোরণে দগ্ধ নারীর মৃত্যু

আরো পড়ুন

রাজধানীর মিরপুরে একটি বাসায় এসি বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হাজেরা বেগম (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রবিবার (১৮ ডিসেম্বর) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শনিবার (১৭ ডিসেম্বর) ভোরে মিরপুর ১৩ নম্বর সেকশনের পূর্ব ঈমাননগর খালপাড় টিনশেড বাড়িতে এসি বিস্ফোরণে দগ্ধ হয়েছিলেন হাজেরা। হাজেরা ছাড়াও আরিয়ান (১৪) নামে আরেকজন দগ্ধ হয়েছে। সে চিকিৎসাধীন রয়েছে।

হাজেরা বেগমের স্বামী আব্দুস সালাম জানান, অনেকদিন ধরে টিনশেড বাড়িটিতে তারা বসবাস করছিলেন। আরিয়ান তাদের বাড়িতে ভাড়া থাকে ও গৃহকর্মীর কাজ করে। রাতে আব্দুস সালাম বাড়িতে ছিলেন না। ভোরবেলায় হাজেরা ও আরিয়ানের দগ্ধ হওয়ার খবর শুনতে পান তিনি। পরে তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ