কুমিল্লায় সামান্য বিরোধে নিহত ১

আরো পড়ুন

কুমিল্লার তিতাসের মজিদপুরে গাছ থেকে পেয়ারা পাড়াকে কেন্দ্র করে মো. নজরুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তিকে কিল-ঘুষি মেরে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (১৭ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে ইউনিয়নের মজিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলামের স্ত্রী রাশিদা অভিযোগ করে জানান, গাছ থেকে পেয়ারা পাড়াকে কেন্দ্র করে গতকাল বিকেলে একই গ্রামের মহিউদ্দিনের ছেলে সিয়াম ও তার স্ত্রী শাহিনা আক্তার মিলে নজরুল ইসলামকে কিল-ঘুষি ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নজরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বলেন, ‘ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। যেহেতু একটা অভিযোগ এসেছে তাই লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। থানায় এখনো মামলা হয়নি।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ