৫১তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে রাজধানীতে বিজয় শোভাযাত্রা করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
শনিবার (১৭ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণ থেকে ওই শোভাযাত্রা শুরু হবে।
শোভাযাত্রাটি শাহবাগ-এলিফ্যান্ট রোড হয়ে সাইন্সল্যাব, কলাবাগান ও মিরপুর রোড ঘুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ধানমন্ডির ৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে এসে শেষ হবে।
এ বিষয়ে আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজধানী ঢাকার পাশাপাশি সারাদেশে একযোগে এই বিজয় শোভাযাত্রা পালন করবে আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কর্মসূচি সফল করতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনসমূহের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন।

