যশোরের চৌগাছায় সরকারি রাস্তা পরিচর্যার কাজ চলাকালীন মাটি কাটা এসকে মেটারের চাবি আটকে রেখে চাঁদা দাবি করেছে এক চাঁদাবাজ সিন্ডিকেট।
গত বুধবার দুপুরে মাড়ুয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে ১০ থেকে ১২ জনের এই সিন্ডিকেট চাঁদার টাকা দাবি করে গাড়ীর চাবি আটকিয়ে রেখেছে বলে জানা যায়।
তথ্য সূত্রে জানা যায়, উপজেলার পৌর সদরের ইছাপুর থেকে আড়পাড়া বাজারের রাস্তা পরিচর্যার দায়িত্ব পান বিশ্বাস কনস্ট্রাকশন নামের এক ঠিকাদারী প্রতিষ্ঠান। ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি হয়ে ২ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দে রাস্তা পরিচর্যার কাজ পরিচালনা করেন উপজেলার রফিকুল ইসলাম মুকুল, শফিক হায়দার লাভলু ও শহিদুল ইসলাম। বুধবার দুপুর দুইটার দিকে রাস্তা পরিচর্যায় রাস্তার দুই ধার খননের কাজ করছিলেন মাটি কাটা এসকে মিটারের ড্রাইভার আব্দুল জালাল ও শফিকুল ইসলাম। এসময় ১০ থেকে ১২ জনের এক সিন্ডিকেট মোটসাইকেলে এসে চাঁদা দাবি করে, চাঁদার টাকা দিতে না পারায় গাড়ী থেকে জোরপূর্বক চাবি নিয়ে যায়।
ঠিকাদার প্রতিষ্ঠানের সহযোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তার ধার খননের কাজ মাড়ুয়া মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন চলাকালীন সন্ত্রাসীরা এসে এতো টাকার কাজ চলছে বলে টাকা দিতে বলে। টাকা দিতে না পারায় চাবি নিয়ে চলে যায় এবং যাওয়ার সময় বলে চাবি নিতে হলে বসাবসি করতে হবে না হলে চাবি দেয়া হবে না। তারা আরো জানায়, উঠতি বয়সি এসকল যুবক বাইরের এলাকা থেকে এসে এমন অপকর্ম করে আসছে।
লিখিত অভিযোগের বিষয়ে জানতে চাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইয়াসিন আলম চৌধুরী বলেন, বিষয়টি নিয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখবো।
বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা বলেন, সরকারি কাজে বাঁধা প্রদানের এমন কোনো অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

