মিরাজুল কবীর টিটো যশোরে প্রতিনিধি
বাংলাদেশ শিক্ষক সমিতি যশোর সদর উপজেলা শাখার ( অধ্যক্ষ মুহাম্মদ কামরুজ্জামান গ্রুপ) সম্মেলন স্থানীয় সিসিটিএস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবীব।
তিনি বলেছেন, শিক্ষা ব্যবস্থা নিয়ে নিশ্চিত করত হলে শিক্ষিকদের ভুমিকা অপরিসীম। শিক্ষকরা আন্তরিকতার সাথে পাঠদান করছেন বলে এদেশ এগিয়ে যাচ্ছে। দেশ গড়ার ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ ভুমিক পালন করছেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা শিক্ষা অফিসার একেএম গোলাম আযম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মজিদ। সদর উপজেলা শিক্ষক সমিতির সহ সভাপতি আসাদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জমিয়াতুল মুদারেসীর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মাওলানা নূরুল ইসলাম, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির প্রেসিডিয়াম সদস্য আছাহাবুল গাজী, রুপদিয়া ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক বিএম জহুরুল পারভেজ, আমেদাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাসীন আলী প্রমুখ।
পরিচালনা করেন নিউটাউন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া শিরিন ও হাশিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আসাদুজ্জামান। আলোচনা শেষে ছাতিয়ানতলা-চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমানকে সভাপতি ও ফুলবাড়িয়া ছিদ্দিন আওলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামিউল আলিমকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
জাগো/আরএইচএম

