বিজয়ের মাসে চট্টগ্রামের ১৪ উপজেলার ৭৮৪ জন বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারকে দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রীর উপহারের ঘর ‘বীর নিবাস’। ইতিমধ্যে ঘরগুলোর নির্মাণকাজ প্রায় শেষ হয়েছে।
অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য সারাদেশে ৩০ হাজার ‘বীর নিবাস’ নির্মাণ প্রকল্পটি গ্রহণ করা হয় ২০২১ সালে। ৪ হাজার ১২২ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্প বাস্তবায়ন করছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
মুজিব বর্ষ এবং স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে প্রধানমন্ত্রী এসব ঘর নির্মাণের অনুমোদন দেন। ২০২৩ সালের অক্টোবর মাসের মধ্যে এসব ঘর নির্মাণ শেষ হবে।
শহীদ ও প্রয়াত এবং অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের স্ত্রী-সন্তানদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪ লাখ ১০ টাকা ব্যয়ে একেকটি পাকা ঘর নির্মাণের উদ্যোগ নেন। ২২ ফুট প্রস্থ ও ২৫ ফুট দৈর্ঘ্যের প্রতিটি ঘরে দুটি বেডরুম, একটি ড্রইং রুম, একটি ডাইনিং রুম, একটি কিচেন রুম ও দুটি বাথরুমসহ থাকছে সুপেয় পানির ব্যবস্থা।
বীর মুক্তিযোদ্ধাদের সমন্বিত তালিকা অনুসারে চট্টগ্রামে ৮ হাজার ২৬২ জন বীর মুক্তিযোদ্ধা আছেন। ‘বীর নিবাস’ হচ্ছে- সন্দ্বীপে ৪৫টি, সীতাকুণ্ডে ৫৫টি, চন্দনাইশে ২৭টি, মীরসরাইয়ে ২৩৪টি, সাতকানিয়ায় ১৪টি, রাঙ্গুনিয়ায় ৩৯টি, বাঁশখালীতে ১৪টি, বোয়ালখালীতে ৩২টি, লোহাগাড়ায় ১৫টি, ফটিকছড়িতে ১৩০টি, রাউজানে ৪৫টি, পটিয়ায় ৪২টি, আনোয়ারায় ৩৮টি, হাটহাজারীতে ৫৪টি।
জাগো/আরএইচএম

