যশোরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেলো দুইভাইয়ের

আরো পড়ুন

যশোরের মণিরামপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই ভাই মারা গেছে।

বুধবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মণিরামপুর-রাজগঞ্জ সড়কের কাশিপুর বটতলায় এ ঘটনা ঘটে।

মণিরামপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, মণিরামপুরের মাছনা গ্রামের মুফতি ইসমাইলের ছেলে হাফেজ নাহিদ হাসান (২০) এবং পৌরসভার মোহনপুর কারিগর পাড়ার মোস্তাকের ছেলে শিহাব হোসেন (১৫)। নিহত দুইজন সম্পর্কে আপন খালাতো ভাই।

মণিরামপুরের ফায়ার সার্ভিসের কর্মী রাতুল মোল্লা জানান, বুধবার রাতে দুই যুবক একটি মোটরসাইকেলে চড়ে রাজগঞ্জের দিক থেকে মণিরামপুরে যাচ্ছিলেন। পথে কাশিপুর বটতলা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ফুটপাথ অংশের রেলিংয়ে ধাক্কা লাগে। এতে তারা ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুই জন নিহত হন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ