ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশও (টিসিবি) ডাল-চিনির দাম বাড়ালো। ডিসেম্বর মাস থেকে দেশের এক কোটি দরিদ্র পরিবারকে এ দুটি পণ্য কিনতে কেজিতে ৫ টাকা করে বেশি দিতে হবে। মঙ্গলবার টিসিবি ডিসেম্বরের পণ্য সরবরাহের ঘোষণা দিয়েছে। তাতে ডাল ও চিনির দাম কেজিতে ৫ টাকা বেশি ধরে নির্ধারণ করা হয়েছে।
দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় টিসিবি এক কোটি দরিদ্র পরিবারকে প্রতি মাসে ২ কেজি করে ডাল ও চিনি এবং ২ লিটার বোতলজাত সয়াবিন তেল ভর্তুকি মূল্যে দিয়ে আসছে। শুরুতে ৫০ টাকা কেজি দরে ডাল ও চিনি দেয়া হলেও ধাপে ধাপে এর দাম বাড়ায় টিসিবি। সর্বশেষ এ বছরের ফেব্রুয়ারিতে ডালের দাম কেজিতে ৫ টাকা বাড়িয়ে ৬৫ টাকা নির্ধারণ করা হয়। আর চিনির দাম ছিল ৫৫ টাকা। এখন থেকে প্রতি কেজি ডালের দাম নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা। আর চিনির দাম ধরা হয়েছে ৬০ টাকা। এ ছাড়া বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে প্রতি লিটার ১১০ টাকায়।
যদিও খোলাবাজারেও ডাল ও চিনির দাম বেড়েছে। বর্তমানে বাজারে প্রতি কেজি মাঝারি মানের মসুর ডাল বিক্রি হয়েছে ১৩০ থেকে ১৪০ টাকা কেজি দরে। আর প্রতি কেজি খোলা চিনি বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়। এ ছাড়া প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৯০ টাকা দরে।
টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল হাসান বলেন, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে ডাল ও চিনির দাম বেড়েছে। সাধারণত ৩৫ থেকে ৪০ শতাংশ পর্যন্ত ভর্তুকি দেয়া হয়ে থাকে। বেশ কিছুদিন ধরে ভর্তুকির পরিমাণ ৫০ শতাংশ ছাড়িয়ে গেছে। এর মধ্যেও সরকার দীর্ঘদিন ভর্তুকি দিয়ে এসব পণ্য সরবরাহ করছে। যেজন্য টিসিবি ডাল ও চিনির দাম ৫ টাকা বাড়ানোর প্রস্তাব করে। সার্বিক বিষয় পর্যালোচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
এদিকে আজ থেকে সারাদেশে টিসিবির ডিসেম্বর মাসের বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিসিবি জানিয়েছে, এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে তেল, চিনি ও ডাল বিক্রি করা হবে। প্রতি কেজি চিনি ৬০ টাকা এবং প্রতি কেজি মসুর ডাল ৭০ টাকা দরে বিক্রি করবে। এ ছাড়া প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল আগের দামে ১১০ টাকায় বিক্রি করবে।
টিসিবি জানিয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশনায় নিম্নআয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে তেল, চিনি ও ডাল সাশ্রয়ী মূল্যে বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে। তার অংশ হিসেবে ডিসেম্বর মাসের বিক্রয় কার্যক্রম ১৪ ডিসেম্বর থেকে ঢাকা মহানগরীসহ সারা দেশে শুরু হয়েছে। একজন ভোক্তা ৬০ টাকা দামে এক কেজি চিনি, ৭০ টাকা দামে ২ কেজি মসুর ডাল এবং ১১০ টাকা দামে ২ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন। এই কার্যক্রম, ডিলারের দোকান বা নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি করেপোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও তাদের নির্ধারিত তারিখ এবং সময় পরিকল্পনা অনুযায়ী পরিচালিত হবে।

