মোদিকে হত্যার হুমকি, রাজা পাতেরিয়া গ্রেফতার

আরো পড়ুন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার হুমকির বিতর্কিত মন্তব্যের জন্য মধ্যপ্রদেশ রাজ্যের জ্যেষ্ঠ কংগ্রেস নেতা রাজা পাতেরিয়াকে গ্রেফতার করা হয়েছে।

আজ মঙ্গলবার তাঁকে গ্রেফতার করা হয়।

এক বক্তৃতায় রাজা পাতেরিয়াকে সমবেত জনতার উদ্দেশে বলতে শোনা যায়, ভারতের সংবিধান রক্ষা করতে চাইলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যায় প্রস্তুত থাকতে হবে।

রাজা পাতেরিয়ার এই মন্তব্যের ভিডিও ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। তাঁকে গ্রেফতারের দাবি জানান বিজেপির অনেক নেতা।

সমালোচনার মুখে রাজা পাতেরিয়া তাঁর বক্তব্যের ব্যাখ্যা দেন। বলেন, হত্যা বলতে তিনি আসলে মোদিকে পরাজিত করার কথা বলেছেন। তবে তাঁর এই ব্যাখ্যায় সমালোচনা থামেনি।

বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে এখন দেশজুড়ে ভারত জোড়ো যাত্রা বা ভারতকে ঐক্যবদ্ধ করো নামের পদযাত্রা কর্মসূচি চলছে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ