বাংলাদেশের প্রকল্প সহায়তার বিষয়ে কোরিয়ার সাথে বসছে সরকার

আরো পড়ুন

বাংলাদেশের কয়েকটি প্রকল্পে কোরিয়া সরকার অর্থায়ন করার আগ্রহ প্রকাশ করেছে। এই অর্থায়নের সামগ্রিক বিষয় নিয়ে দেশটির প্রতিনিধিদলের সাথে আলোচনায় বসছে বাংলাদেশ সরকার।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) আগামী দুদিন এ সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হবে।

জানা গেছে, কোরিয়ান এক্সিম ব্যাংকের মাধ্যমে এ সহায়তা দিতে চেয়েছে দেশটি। কোরিয়া ইকোনমিক ডেভেলপমেন্ট প্রমোশন ফ্যাসিলিটি (ইডিপিএফ) নামে একটি নতুন তহবিল গঠন করেছে। সেখান থেকে অর্থায়ন করতে চায় ঢাকা মেট্রোরেল লাইন-৪, সাউদার্ন রুট অব মেট্রোরেল-৫ এবং ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে। আরও আছে ঢাকা রিং রোড প্রকল্প এবং মেঘনা ব্রিজ প্রজেক্ট। এসব প্রকল্প সংশ্লিষ্টরাও বৈঠকে উপস্থিত থাকবেন। এ অবস্থায় আজ ও আগামীকাল কোরিয়া সরকার ও সে দেশের এক্সিম ব্যাংকের প্রতিনিধিদলের সঙ্গে দুদিনের বৈঠকে বসছে ইআরডি।

বৈঠকে প্রকল্পগুলোয় অর্থায়নের পাশাপাশি কোরিয়ার নতুন অর্থনৈতিক সহায়তা কর্মসূচির বাস্তবায়ন নিয়েও বিস্তারিত আলোচনা করবে উভয়পক্ষ।

এমআরটি লাইন-৪ নির্মাণ করা হবে রাজধানীর কমলাপুর হয়ে সাইনবোর্ড এবং নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত। এটি উড়াল ও পাতাল সমন্বয়েই তৈরি করা হবে। এর জন্য সম্ভাব্যতা সমীক্ষা করতে উন্নয়ন সহযোগী সংস্থা খুঁজছিল ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। ২০৩০ সালের মধ্যে এটির নির্মাণকাজ শেষ করতে চায় সরকার। সেক্ষেত্রে কোরিয়ান এক্সিম ব্যাংক তাদের সহায়তার কথা জানিয়েছে।

এছাড়া ২০৩০ সালের মধ্যে রাজধানীর গাবতলী থেকে দাশেরকান্দি পর্যন্ত ১৭ দশমিক ৪০ কিলোমিটার মেট্রোরেল এমআরটি-৫ নির্মাণের উদ্যাগ নেওয়া হয়েছে। এর মধ্যে গাবতলী থেকে আফতাবনগর পশ্চিম পর্যন্ত ১২ দশমিক ৮০ কিলোমিটার পাতাল এবং আফতাবনগর সেন্টার থেকে দাশেরকান্দি পর্যন্ত ৪ দশমিক ৬০ কিলোমিটার উড়াল মেট্রোরেল হওয়ার কথা।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ