আফগানবাহিনীর গোলায় প্রাণ গেলো ৭ পাকিস্তানির, আহত ১৬

আরো পড়ুন

পাকিস্তানের বেলুচিস্তানের চামান জেলায় আফগানবাহিনীর গোলায় অন্তত সাতজন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন।

রবিবার (১১ ডিসেম্বর) বেসামরিক মানুষের ওপর গোলাবর্ষণ করলে এ হতাহতের ঘটনা ঘটে।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের সেনাবাহিনীর মিডিয়া শাখা জানায়, আফগান সীমান্তরক্ষী বাহিনী বিনা উসকানি ও নির্বিচারে গোলাবর্ষণ করেছে। ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানায়, হামলায় কামান ও মর্টারসহ ভারী অস্ত্র ব্যবহার করেছে আফগান বাহিনী।

আফগানিস্তানের কান্দাহার কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের একজন নিরাপত্তাকর্মী নিহত এবং ১৩ জন আহত হয়েছেন।

বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের সেনারা অনাকাঙ্ক্ষিত এ হামলার বিরুদ্ধে সমুচিত জবাব দিয়েছে। তবে ওই অঞ্চলের বেসামরিক লোকদের লক্ষ্যবস্তু করা হয়নি।

এতে আরো বলা হয়, পরিস্থিতির তীব্রতা তুলে ধরে কাবুলের সঙ্গে যোগাযোগ করেছে পাকিস্তানি কর্তৃপক্ষ। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে কঠোর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছে তারা।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনার নিন্দা জানিয়েছে। তারা বলছে, এই ধরনের দুর্ভাগ্যজনক ঘটনা দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

এক বিবৃতিতে ইসলামাবাদ জানিয়েছে, পরিস্থিতি যাতে উত্তেজনাকর পর্যায়ে না যায়, তা নিশ্চিত করতে উভয় দেশই যোগাযোগ রাখছে।

চামান হচ্ছে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার অন্যতম স্থলবন্দর। এটি দিয়ে বেশিরভাগ আমদানি ও রপ্তানি হয়ে থাকে দুই দেশের মধ্যে।

চামান জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) আবদুল্লাহ আলী কাসি বলেন, পাকিস্তানি ভূখণ্ডে মর্টার শেল নিক্ষেপের পর গোলাগুলি শুরু হয়।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী আবদুল কুদ্দুস বিজেঞ্জো। তিনি বলেন, আমি আশা করি কেন্দ্রীয় সরকার কূটনৈতিক পর্যায়ে এই সমস্যার অবিলম্বে এবং কার্যকর সমাধান নিশ্চিত করবে।

চামানের জেলা প্রশাসনকে ক্ষতিগ্রস্তদের সার্বিক সহায়তা দেয়ার নির্দেশও দেন তিনি।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ