বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে বাংলাদেশ ব্যাংক পাহারা দিচ্ছেন ছাত্রলীগ নেতাকর্মীরা।
শনিবার সকাল থেকেই মতিঝিল থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানের নেতৃত্বে তিন শতাধিক নেতাকর্মী বাংলাদেশ ব্যাংকের প্রধান ফটকে অবস্থান নেন। এ সময় তারা বিএনপির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
জানতে চাইলে মাহমুদুল হাসান বলেন, বিএনপি, জামায়াত, হেফাজত ৫ মে বাংলাদেশ ব্যাংকে হামলা করেছিল। এবার যাতে সে রকম কিছু না ঘটে, সে জন্যই আমরা অবস্থান নিয়েছি।

